ছবিতে লাল চিহ্নিত অংশ টি হল ওয়ার্ডপ্রেস থিমের অ্যাডমিন বার (:P জিহ্বা ভ্যাংচানো ইমো)।
ওয়ার্ডপ্রেস থিমের অ্যাডমিন বার নিষ্ক্রিয়করণ যদিও ভালো অনুশীলন না তারপরে কাজের সুবিধার জন্য এটা আমাকে মাঝে মাঝে নিষ্ক্রিয় করে রাখতে হয়। বিশেষ করে যখন স্টিকি হেডার নিয়ে কাজ করি তখন এই এক লাইনের নিষ্ক্রিয়করণ কোড টা আমার ভিষণ উপকার করে।
তবে এই নিষ্ক্রিয়করণ ছাড়ার আরো অনেক পথ আছে যেগুলো প্রয়োগ করে অনেকেই তাদের কাজের ক্ষেত্র তৈরি করে নেই।
আবার, অনেক প্লাগিন আছে এটা নিষ্ক্রিয় করা জন্য। আপনি প্লাগিনও ব্যবহার করতে পারেন। তবে,
আমার কাছে সব থেকে সোজা লাগে এই এক লাইনের কোড টা।
Disable the Admin Bar
// Remove the admin bar from the front end add_filter( 'show_admin_bar', '__return_false' );